Songram

বলা কথা, শোনা কথা, জানা ছিল সংগ্রাম
করেছি কী, করছি কী, করবো কী, সংগ্রাম
বলা কথা, শোনা কথা, জানা ছিল সংগ্রাম
করেছি কী, করছি কী, করব কী, সংগ্রাম

শুনেছিলাম '৭১, শুনেছিলাম সংগ্রাম
সময়েরই ভাষা মেনে নিভে যাওয়া সংগ্রাম
স্বাধীনতার ঝড়ো বাতাস এনেছে তার সংগ্রাম
ময়দানে কালো রাতে দেহ বেঁচে সংগ্রাম

ছেলেমেয়ের খাওয়া পরা বাবা মায়ের সংগ্রাম
লড়াকু মেজাজ, অসংখ্য হার ছেলেমেয়ের সংগ্রাম
ছেলেমেয়ের খাওয়া পরা বাবা মায়ের সংগ্রাম
লড়াকু মেজাজ, অসংখ্য হার ছেলেমেয়ের সংগ্রাম

বাসে-ট্রামে, পথে-ঘাটে, অগুনতি জানা সংগ্রাম
চিটচিটে হাতে পিটপিটে চোখে খিটখিটে মনে সংগ্রাম
প্রেমিকার হাত প্রেমিকের হাত একসাথে করে সংগ্রাম
আপোষবিহীন নিদ্রাবিহীন শ্রমিকের মহাসংগ্রাম

অনেক মানুষ নিজের ভেতর নিজেই করে সংগ্রাম
একটু খাবার, একফালি ছাদ, ভবিষ্যতের সংগ্রাম
মোদ্দাকথা, বাঁচবো যখন, করবো তখন সংগ্রাম
ঝরবে ঘাম, ঝরবে রক্ত, তবুও চলবে সংগ্রাম

ঝরবে ঘাম, ঝরবে রক্ত, তবুও চলবে সংগ্রাম
ঝরবে ঘাম, ঝরবে রক্ত, তবুও চলবে সংগ্রাম
ঝরবে ঘাম, ঝরবে রক্ত, তবুও চলবে সংগ্রাম
ঝরবে ঘাম, ঝরবে রক্ত, তবুও চলবে সংগ্রাম



Credits
Writer(s): Rupankar Bagchi
Lyrics powered by www.musixmatch.com

Link