Megh Kalo Andher Kalo

মেঘ কালো, আঁধার কালো, আর কলঙ্ক যে কালো
যে কালিতে বিনোদিনী হারালো তার কূল
তার চেয়েও কালো, কন্যা, তোমার মাথার চুল
মেঘ কালো, আঁধার কালো

কাশ যে সাদা, ধেনু সাদা, আর সাদা খেয়ার পাল
সাদা যে ঐ স্বপ্ন মাখা রাজহংসের পাখা
তার চেয়েও সাদা, কন্যা, তোমার হাতের শাঁখা

মেঘ কালো, আঁধার কালো

লজ্জা রাঙা, সিঁদুর রাঙ্গা, আর রাঙা কৃষ্ণচূড়া
রাঙা যে গো সাঁঝ আকাশে ঐ যে অস্তরাগ
কন্যা, সবার চেয়েও রাঙা তোমার আলতার ঐ দাগ

মেঘ কালো, আধার কালো

শস্য সবুজ, পাতা সবুজ, আর সবুজ টিয়া পাখি
দূর্বা সবুজ, তার সাথে যে চিরসবুজ বন
সবার চেয়েও সবুজ, কন্যা, তোমার অবুঝ মন

মেঘ কালো, আধার কালো



Credits
Writer(s): Nachiketa Ghosh, Gouri Prasanna Mazumdar
Lyrics powered by www.musixmatch.com

Link