Thilam Re mon

থুইলাম রে মন পদ্মপাতায়
আর ধুইলাম রে মন জলে
আর অঞ্চলে ঢাকিলাম রে মন
তবু কেন জ্বলে?

থুইলাম রে মন পদ্মপাতায়
আর ধুইলাম রে মন জলে
আর অঞ্চলে ঢাকিলাম রে মন
তবু কেন জ্বলে?

ডুবাইতে মন ভাইসা যায় রে
ভাসাইলে মন ডুবে
পশ্চিমে হারাইলাম যারে
পাইলাম তারে পূবে
বসতে মন নাই রে
লোকে কলঙ্কিনী বলে

আর অঞ্চলে ঢাকিলাম রে মন
তবু কেন জ্বলে?

থুইলাম রে মন পদ্মপাতায়
আর ধুইলাম রে মন জলে
আর অঞ্চলে ঢাকিলাম রে মন
তবু কেন জ্বলে?

বান্ধিলো বসতি কোথায়, কোন বাহিরে ঘর?
কুল ভাসাইলাম কলঙ্কী আজ, তুমি হইলা পর
পাতিস রে মন যেথায় মন যায়, ধরি দু'টি পায়
পুড়া পরান লইয়া যা রে, জ্বালা যে জুড়ায়
জীবনে মরণ পাইলাম ডুবি অতলে

আর অঞ্চলে ঢাকিলাম রে মন
তবু কেন জ্বলে?

থুইলাম রে মন পদ্মপাতায়
আর ধুইলাম রে মন জলে
আর অঞ্চলে ঢাকিলাম রে মন
তবু কেন জ্বলে?



Credits
Writer(s): Antara Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link