Aaj Dujone Mondo

আজ দু'জনে মন্দ হলে মন্দ কী?
আজ দু'জনে মন্দ হলে মন্দ কী?
দেখো ময়ূরকণ্ঠী রাত যে আলোয় ঝিলমিলে
আহা এমন রাতে এসো না আজ ভাব করি
আজ দু'জনে মন্দ হলে মন্দ কী?

আহা, এই ফাগুনের ভাব তো কাল থাকবে না
ও ভ্রমর, তখন তুমি ফুলের খবর রাখবে না
যৌবনের এ রঙমশাল জ্বলছে দেখো রঙ মাতাল
সেই আগুনে আজকে নাহয় ঝাপ দিলে

দেখো ময়ূরকণ্ঠী রাত যে আলোয় ঝিলমিলে
আহা এমন রাতে এসো না আজ ভাব করি
আজ দু'জনে মন্দ হলে মন্দ কী?

যদি তোমার চোখে আমার চোখে রঙ লাগে
আর একটু ছোঁয়ায় রক্তে যদি ঢেউ লাগে
দোহাই, বলো দোষটা কী? মনকে কেন দাও ফাঁকি?
ও মৌমাছি, একটু নাহয় আজকে তুমি মৌ নিলে

দেখো ময়ূরকণ্ঠী রাত যে আলোয় ঝিলমিলে
আহা এমন রাতে এসো না আজ ভাব করি
আজ দু'জনে মন্দ হলে মন্দ কী?
আজ দু'জনে মন্দ হলে মন্দ কী?



Credits
Writer(s): Antara Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link