Chupichupi Tumi

চুপি চুপি তুমি অন্য আকাশে
এদিকে ভোর আসে-যায়

চুপি চুপি তুমি অন্য আকাশে
এদিকে ভোর আসে-যায়
ঝাপসা জুঁই ফুল, আবছা কুয়াশা
কিছু নিলাম হওয়া স্বপ্ন বুকে

বাড়ি দূর দূরে
অজানা দুপুরে
এখনও তোমায় ছাড়া পারব না
আমি পারব না, পারব না
এবারেও তোমায় ছাড়া পারব না

একে একে গ্রাম
একে একে মাঠ
একে একে পাড়া-গাঁ যায় পেরিয়ে
গুঁড়িসুড়ি ভোর
নেমে আসে রোজ
ফেলে আসা ছবিগুলো ঠায় দাঁড়িয়ে

একে একে গ্রাম
একে একে মাঠ
একে একে পাড়া-গাঁ যায় পেরিয়ে
গুঁড়িসুড়ি ভোর
নেমে আসে রোজ
ফেলে আসা ছবিগুলো ঠায় দাঁড়িয়ে

অন্ধকার বাড়ে ধোঁয়াশায়
স্বপ্নমন হাওয়ায় উড়ে যায়
হয়তো বা কোনো মোড় ঘুরে

বাড়ি দূর দূরে
অজানা দুপুরে
এখনও তোমায় ছাড়া পারব না
আমি পারব না, পারব না
এবারেও তোমায় ছাড়া পারব না

১৬ আনা চাঁদ
আলোঘেরা রাত
ছায়া ছায়া স্মৃতিমেঘ যাই পেরিয়ে
পরবাসী মন
শিশিরে এখন
দেখেও দেখে না, যায় প্রায় হারিয়ে

১৬ আনা চাঁদ
আলোঘেরা রাত
ছায়া ছায়া স্মৃতিমেঘ যাই পেরিয়ে
পরবাসী মন
শিশিরে এখন
দেখেও দেখে না, যায় প্রায় হারিয়ে

গল্প সেই শুনলে পুরোটাই
বর্ষাকাল হতাশার সময় তাই
কী যে করি, পথ ক্রোশখানেক

বাড়ি দূর দূরে
অজানা দুপুরে
এখনও তোমায় ছাড়া পারব না
আমি পারব না, পারব না
এবারেও তোমায় ছাড়া পারব না

চুপি চুপি তুমি অন্য আকাশে
এদিকে ভোর আসে-যায়
ঝাপসা জুঁই ফুল, আবছা কুয়াশা
কিছু নিলাম হওয়া স্বপ্ন বুকে

বাড়ি দূর দূরে
অজানা দুপুরে
এখনও তোমায় ছাড়া পারব না
আমি পারব না, পারব না
এবারেও তোমায় ছাড়া পারব না

আমি পারব না, পারব না
এখনও তোমায় ছাড়া পারব না
আমি পারব না, পারব না
এবারেও তোমায় ছাড়া পারব না



Credits
Writer(s): Surojit Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link