Tepantorer Rakhal Chele

কোথায় রে কোথায় হরিয়াল, তেপান্তরের রাখাল ছেলে
কাঁটা-ঝোপের বিষের জ্বালায় মরেও মরে না

কোথায় রে কোথায় হরিয়াল, তেপান্তরের রাখাল ছেলে
কাঁটা-ঝোপের বিষের জ্বালায় মরেও মরে না

ভাঙা প্রেমের কান্না ফেরে তারায়-তারায়, বাতাসে
ভাঙা প্রেমের কান্না ফেরে তারায়-তারায়, বাতাসে
বুঝি এই আলোর আশায় আর কোন সুখের গল্প নাই

রোদ্দুরেতে দু'চোখ জ্বলে, তেপান্তরের রাখাল ছেলে
চলে কি চলে না রে পা, ভেঙেও ভাঙে না

কোথায় রে কোথায় হরিয়াল, তেপান্তরের রাখাল ছেলে
কাঁটা-ঝোপের বিষের জ্বালায় মরেও মরে না

বনবাসে বন লাগে না, ইট পাথরেই হৃদয় ফাটে
এতদিনেও দিন সরে না, নিঝুম গড়ের ভাঙা হাটে
বনবাসে বন লাগে না, ইট পাথরেই হৃদয় ফাটে
এতদিনেও দিন সরে না, নিঝুম গড়ের ভাঙা হাটে

ভাঙা প্রেমের কান্না ফেরে তারায়-তারায়, বাতাসে
ভাঙা প্রেমের কান্না ফেরে তারায়-তারায়, বাতাসে
বুঝি এই আলোর আশায় আর কোন সুখের গল্প নাই

রোদ্দুরেতে দু'চোখ জ্বলে, তেপান্তরের রাখাল ছেলে
চলে কি চলে না রে পা, ভেঙেও ভাঙে না

কোথায় রে কোথায় হরিয়াল, তেপান্তরের রাখাল ছেলে
কাঁটা-ঝোপের বিষের জ্বালায় মরেও মরে না

ওপারেতে সূর্য ঢলে ঘোলাটে নদীর জলে
অষ্টপ্রহর প্রহর, প্রহর গোনে তেপান্তরের রাখাল ছেলে
ওপারেতে সূর্য ঢলে ঘোলাটে নদীর জলে
অষ্টপ্রহর প্রহর, প্রহর গোনে তেপান্তরের রাখাল ছেলে

সয়ে যাবে সব যাবে সয়ে
মনে হবে লজ্জাগ্লানি সবই বোঝার ভুল
মানুষ হবে রাখাল ছেলে ঝরে যাবে পলাশ বকুল

ভাঙা প্রেমের কান্না ফেরে তারায়-তারায়, বাতাসে
ভাঙা প্রেমের কান্না ফেরে তারায়-তারায়, বাতাসে
বুঝি এই আলোর আশায় আর কোন সুখের গল্প নাই

কোথায় রে কোথায় হরিয়াল, তেপান্তরের রাখাল ছেলে
কাঁটা-ঝোপের বিষের জ্বালায় মরেও মরে না

রোদ্দুরেতে দু'চোখ জ্বলে, তেপান্তরের রাখাল ছেলে
চলে কি চলে না রে পা, ভেঙেও ভাঙে না
কাঁটা-ঝোপের বিষের জ্বালায় মরেও মরে না
চলে কি চলে না রে পা, ভেঙেও ভাঙে না



Credits
Writer(s): Surojit Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link