Tumi Radhe

তুমি রাধে কই কই
তুমি রাধে কই কই, পরাণ আমার থই থই
একলা দু'চোখে ঘুম আসে না
Radio-তে কার গান, হু হু করে মন প্রাণ
তুমি বিনে নৌকা আমার ভাসে না
এক লক্ষ plan মেয়ে তোমায় নিয়ে
শুধু গলা শুকায় তোমায় বলতে গিয়ে

হইলো না, হইলো না
হইলো না, হইলো না
হইলো না, হইলো না, আজও আমার হইলো না
সেই কথা বলা তোমায় হইলো না

ঊনত্রিশ বছর পর তোমার আমার ঘর
দেখবে সবাই দেখো তাকিয়ে
ছত্রিশটা জানলা দরজা অনেক
দেবো রাজহংস পুকুরেতে ভাসিয়ে

ঊনত্রিশ বছর পর তোমার আমার ঘর
দেখবে সবাই sure তাকিয়ে
ছত্রিশটা জানলা দরজা অনেক
দেবো রাজহংস পুকুরেতে ভাসিয়ে

সেথায় বাবুই পাkhi বুনবে বাসা
সেই কোকিলার গান আহা লাগবে খাসা

হইলো না, হইলো না
হইলো না, হইলো না
হইলো না, হইলো না, আজও আমার হইলো না
সেই কথা বলা তোমায় হইলো না

দুইখান গরু আর এক ডজন মুরগী
খান চারেক ছাগল থাকবে দালানে
তুমি ডালের বড়ি দেবে মুচকি হেসে
আমি লাউডগা কাটবো ওগো মাচানে

দুইখান গরু আর এক ডজন মুরগী
খান চারেক ছাগল থাকবে দালানে
তুমি ডালের বড়ি দেবে মুচকি হেসে
আমি লাউডগা কাটবো ওগো মাচানে

শুনিও গো আমার কথা টুকুর টুকুর আজ
ফেলিয়ো না ছুড়ে please ভাঙ্গবে মাথায় বাজ

হইলো না, হইলো না
হইলো না, হইলো না
হইলো না, হইলো না, আজও আমার হইলো না
সেই কথা বলা তোমায় হইলো না

আরে হইলো না, হইলো না, আজও আমার হইলো না
সেই কথা বলা তোমায় হইলো না

হইলো না, হইলো না
হইলো না, হইলো না
হইলো না, হইলো না, আজও আমার হইলো না
সেই কথা বলা তোমায় হইলো না
হইলো না, হইলো না, আজও আমার হইলো না
সেই কথা বলা তোমায় হইলো না



Credits
Writer(s): Surojit Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link