Shob Kota Janala Khule Jaona

সবক'টা জানালা খুলে দাও না

আমি গাইবো, গাইবো বিজয়েরই গান

ওরা আসবে চুপি চুপি
যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
সবক'টা জানালা খুলে দাও না

আমি গাইবো, গাইবো বিজয়েরই গান

ওরা আসবে চুপি চুপি
যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
সবক'টা জানালা খুলে দাও না

চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই

হারানো স্মৃতির বেদনাতে একাকার করে মন রাখতে নেই

ওরা আসবে চুপি চুপি
কেউ যেন ভুল করে গেয়ো নাকো মন-ভাঙা গান
সবক'টা জানালা খুলে দাও না

আজ আমি সারা নিশি থাকবো জেগে
ঘরের আলো সব আঁধার করে
আজ আমি সারা নিশি থাকবো জেগে
ঘরের আলো সব আঁধার করে

ছড়িয়ে রাখো আতর-গোলাপ এদেশের প্রতিটি ঘরে ঘরে

ওরা আসবে চুপি চুপি
কেউ যেন ভুল করে গেয়ো নাকো মন-ভাঙা গান
সবক'টা জানালা খুলে দাও না

আমি গাইবো, গাইবো বিজয়েরই গান

ওরা আসবে চুপি চুপি
যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
সবক'টা জানালা খুলে দাও না



Credits
Writer(s): Ahmed Imtiaz Bulbul
Lyrics powered by www.musixmatch.com

Link