O Amar Aatkoti Ful

ও আমার আট কোটি ফুল দেইখো গো মালী
শক্ত হাতে বাইন্ধো মালী লোহার জালি
ও আমার আট কোটি ফুল দেইখো গো মালী
শক্ত হাতে বাইন্ধো মালী লোহার জালি
ও আমার আট কোটি ফুল

ওরে এক ফাগুনে ফোটে নাই এ ফুল
কত মেঘের জল শুকাইছে ফোটাইতে এ ফুল
ওরে এক ফাগুনে ফোটে নাই এ ফুল
কত চোখের জল শুকাইছে বাঁচাইতে এ ফুল
ও কত রক্ত পানির মতো দিছি গো ঢালি

ও আমার আট কোটি ফুল দেইখো গো মালী
শক্ত হাতে বাইন্ধো মালী লোহার জালি
ও আমার আট কোটি ফুল

ওরে এমন ফুলের বাগান হয় কোথায়
লক্ষ-কোটি প্রাণ বাঁচে যার বুকেরই সুধায়
ওরে এমন ফুলের বাগান হয় কোথায়
তিরিশ লক্ষ প্রাণ ঘুমায় রে গাছেরই তলায়
ও কত মায়ের ভরা কোল হইছে গো খালি

ও আমার আট কোটি ফুল দেইখো গো মালী
শক্ত হাতে বাইন্ধো মালী লোহার জালি
ও আমার আট কোটি ফুল দেইখো গো মালী
শক্ত হাতে বাইন্ধো মালী লোহার জালি

ও আমার আট কোটি ফুল
ও আমার আট কোটি ফুল
ও আমার আট কোটি ফুল



Credits
Writer(s): Ahmed Imtiaz Bulbul, Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link