Tulir Tane

শব্দের সাথে শব্দ সাজাই
কবি বলে ডাকো আমায়
ফুল, পাখি, মেঘ, প্রকৃতিকে নিয়ে
ক'জন যে মাথা ঘামায়?

ইস্টিশনের ওই ছেলেটা
বাড়ির কাজের মাসি
আমার লেখায় উঠুক ফুটে
তাদের কান্না হাসি

রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর
সবাই যে যায় ভুলে
মনের নৌকো তারাই ভাসায়
শব্দেরই ঢেউ তুলে

শিশুমনের জানালাতেও
চাই যে উঁকি দিতে
জাগাই তাদের তুলির টানে
সুরেলা সঙ্গীতে
সুরেলা সঙ্গীতে



Credits
Writer(s): Niladrisekhar Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link