Boier Desh

রঙ-বেরঙের বই দেখেছি ঘুরতে গিয়ে বইমেলায়
শরৎ, রবি, নজরুলেরা সবার যেন মন ভুলায়
হাঁদা-ভোঁদা ছুটছে দেখি বাটুল দাদার পেছন ধরে
শুকতারাটা জ্বলছে যেন আকাশ পটে সন্ধ্যাভরে
ছড়ার বই তো ছড়িয়ে আছে ভূত-গোয়েন্দা গল্প পাশে
রহস্যটা করতে প্রকাশ detective-রা এগিয়ে আসে
ডজন খানেক বই কিনেছি, রাতটি জেগে পড়ছি তাই
ঘুমের মাঝেও বইমেলাটা, বইয়ের দেশে স্বপ্নে যাই



Credits
Writer(s): Niladrisekhar Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link