Kothao Bashi

একটা চোখে কাজল আর অন্য চোখ সাদা
তুমি গভীর ঘুমে আমার শুধুই গলা সাধা,
রাত পোহালো কাল আজ সূর্য এলো খাটে
পথে নামার পথ কত গৃহী এসে কাটে।

বাইরে ডাকে পাখি তার গলাটা বাজখাই
মুখ বাড়িয়ে বলি তুমি বন্ধু আমার ভাই,
আর একটি চোখে কাজল আর অন্য চোখ সাদা
তুমি গভীর ঘুমে আমার শুধুই গলা সাধা।

নদী থেকে দূরে আছে কামিনী ফুল গাছ
খাটের ওপর জল জ্বলে নীরব চোখে মাঝ
বয়স হলো মাঝে তাও ঘাই মারে না মোটে
জলের ওপর ছায়া তাতে পদ্ম ফুল ফোটে।

আকাশমুখী পাপড়ি তারা জল বাসে না ভালো
আমার চোখে রাত আছে তোমার চোখে আলো,
ঘুম ভাঙে না মাঝে তুলে চোখ দেখে না চোখ
পাখির ডাকে চাই না এই রাত্রি আমার হোক।

একটা চোখে কাজল আর অন্য চোখ সাদা
তুমি গভীর ঘুমে আমার শুধুই গলা সাধা,
রাত পোহালো কাল আজ সূর্য এলো খাটে
পথে নামার পথ কত গৃহী এসে কাটে।

একটা চোখে কাজল আর অন্য চোখ সাদা
তুমি গভীর ঘুমে আমার শুধুই গলা সাধা।



Credits
Writer(s): Gias Ahmed, Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link