Barifera

যাই পেরিয়ে এই যে সবুজ বন
যাই পেরিয়ে ব্যস্ত নদী অশ্রু আয়োজন
যাই পেরিয়ে সকাল দুপুর রাত
যাই পেরিয়ে নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত
রাত জাগা পথ, তাকে ছুঁয়েছে কি এ মন?
ছোয়া যায় তবে পথ নিরবধি।(নিরবধি)
যাই পেরিয়ে নাম ছাড়া ঐ গ্রাম
যাই পেরিয়ে বিজন সাকো, প্রিয় কোনো নাম।ওহ ও ওহ
যাও ফিরে ঘুম, একা জেগে শুধু রই আমি
ঘরে ফিরে জাগে ঘর ছাড়া পাখি
যাও ফিরে ঘুম, একা জেগে শুধু রই আমি
ঘরে ফিরে জাগে ঘর ছাড়া পাখি
রাত জাগা পথ, তাকে ছুঁয়েছে কি এ মন?
ছোয়া যায় তবে পথ নিরবধি।
যাই পেরিয়ে সকাল দুপুর রাত
যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া হাত।ও ওহ ও
ঘুম ভাঙা পথ, শেষ হতে বলো কত বাকি?
ভোর হবে বলে চোখ মেলে রাখি
ঘুম ভাঙা পথ, শেষ হতে বলো কত বাকি?
ভোর হবে বলে চোখ মেলে রাখি।
রাত জাগা পথ, তাকে ছুয়েছে কি এ মন?
ছোয়া যায় তবে পথ নিরবধি
যাই পেরিয়ে সকাল দুপুর রাত
যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া হাত
রাত জাগা পথ, তাকে ছুঁয়েছে কি এ মন?
ছোয়া যায় তবে পথ নিরবধি
যাই পেরিয়ে এই যে সবুজ বন
যাই পেরিয়ে ব্যস্ত নদী, অশ্রু আয়োজন
(শেষ)



Credits
Writer(s): Progga Nasrin, Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link