Aami Jadi Jai

আমি যদি যাই হারিয়ে কখনও
সুখের পৃথিবী থেকে
সুখের পৃথিবী থেকে

আমি যদি যাই হারিয়ে কখনও
সুখের পৃথিবী থেকে
সুখের পৃথিবী থেকে

দুচোখে তোমার অশ্রু-বাদল
নিয়ো না, নিয়ো না এঁকে

আমি যদি যাই

ওই যে আকাশ, ওই বাতাস আমার গান
স্বরলিপি করে জেনো রাখবে
নদীর উছল ঢেউ, অনেক পাখির গান
আমার সুরেই ওরা ডাকবে
আমি নেই, আমি নেই
সে ব্যথা ওরা দেবে ঢেকে

দুচোখে তোমার অশ্রু-বাদল
নিয়ো না, নিয়ো না এঁকে

আমি যদি যাই

ও, শিশিরভেজা কোনো শিউলি-সকাল
আমার গানের মালা গাঁথবে
অনেক দেখার এই দিনগুলো সব
স্মরণের সেতু হয়ে থাকবে
আমি আছি, আমি আছি
সে কথা বলে যাব ডেকে

দুচোখে তোমার অশ্রু-বাদল
নিয়ো না, নিয়ো না এঁকে

আমি যদি যাই হারিয়ে কখনও
সুখের পৃথিবী থেকে
সুখের পৃথিবী থেকে



Credits
Writer(s): Mrinal Banerjee, Shibasish Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link