Aami Sara Sakalti Bose

আমি সারা সকালটি বসে বসে
এই সাধের মালাটি গেঁথেছি
আমি পরাব বলিয়া তোমার গলায়
মালাটি আমার গেঁথেছি
আমি সারা সকালটি বসে বসে

আমি সারা সকালটি করি নাই কিছু
করি নাই কিছু বঁধু আর
শুধু বকুলের তলে বসিয়া বিরলে
মালাটি আমার গেঁথেছি

আমি সারা সকালটি বসে বসে

বঁধু, মালাটি আমার গাঁথা নহে শুধু
বকুল কুসুম কুড়ায়ে
আছে প্রভাতের প্রীতি সমীরণ গীতি
কুসুমে কুসুমে জড়ায়ে

আছে সবার উপরে মাখা তায়, বঁধু
তব মধুময় হাসি গো
ধর গলে ফুলহার, মালাটি তোমার
তোমারই কারণে গেঁথেছি

আমি সারা সকালটি বসে বসে



Credits
Writer(s): Tapan Sinha
Lyrics powered by www.musixmatch.com

Link