Udashi Bandhu Jago

উদাসী বন্ধু জাগো
কোন অন্ধকার রাতে
কোন বন্ধ দ্বার হতে
হে উদাসী বন্ধু জাগো
কোন অন্ধকার রাতে
কোন বন্ধ দ্বার হতে

আঁধার পেরিয়ে চলা
আঁধার পেরিয়ে চলা
না বলা কথার মালা
বেলা শেষের সুরে
পরাবো তোমার গলে
আঁধার পেরিয়ে চলা

নীরব নিবিড় রাতে
কোন পাখি জাগানো প্রাতে
আমি গিয়েছি রিক্ত হাতে
ও, নীরব নিবিড় রাতে
কোন পাখি জাগানো প্রাতে
আমি গিয়েছি রিক্ত হাতে

চলতে গেলে বাজে
চলতে গেলে বাজে
আনমনা কোন সাঁঝে
আলোছায়ার তলে
ঐ সন্ধ্যাতারার কোলে
আঁধার পেরিয়ে চলা



Credits
Writer(s): Tapan Sinha
Lyrics powered by www.musixmatch.com

Link