Raj Pothe Oi Michil Choleche

রাজপথে ঐ মিছিল চলেছে
কান পেতে আমি রই
সবাই আছে ঐ মিছিলে
আমার খোকন কই

রাজপথে ঐ মিছিল চলেছে
কান পেতে আমি রই
সবাই আছে ঐ মিছিলে
আমার খোকন কই
সবাই আছে ঐ মিছিলে
আমার খোকন কই

রাজপথে ঐ মিছিল চলেছে

নিষ্পাপ সেই মুখের ছবি
মায়ের স্নেহে গড়া
মুখর ছিল সারা দিনমান
লিখতো কবিতা-ছড়া

নিষ্পাপ সেই মুখের ছবি
মায়ের স্নেহে গড়া
মুখর ছিল সারা দিনমান
লিখতো কবিতা-ছড়া

হারানো ব্যাথা দোলা দেয় মনে
কী করে ঘরেতে রই
সবাই আছে ঐ মিছিলে
আমার খোকন কই
সবাই আছে ঐ মিছিলে
আমার খোকন কই

রাজপথে ঐ মিছিল চলেছে

লতায় পাতায় জড়ানো আছে
তার সে স্মৃতিখানি
মৃত্যু তারে মহৎ করেছে
সে কথা নিয়েছি মানি

লতায় পাতায় জড়ানো আছে
তার সে স্মৃতিখানি
মৃত্যু তারে মহৎ করেছে
সে কথা নিয়েছি মানি

নিদ-হারা চোখ অশ্রু ঝরায়
উতলা তবু তো হই
সবাই আছে ঐ মিছিলে
আমার খোকন কই
সবাই আছে ঐ মিছিলে
আমার খোকন কই

রাজপথে ঐ মিছিল চলেছে

অসুস্থ সময়, চারিদিকে শুধু হতাশা
খুন, জখম, রাহাজানি
মিছিল, মিটিং, হরতাল আর সন্ত্রাস
তারপর ওই বাংলাদেশ
অন্তরে শুধু তুমি
তুমি আমার সোনার বাংলা
তুমি আমার মায়ের দেশ
আমার সোনার বাংলাদেশ

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস
আমার প্রাণে
ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি
সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link