Tui Bujhi Ar

তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না
দয়াল রে
তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না

এলি বারে বারে আমার দ্বারে, অন্যখানে গেলি না
তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না
তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না

কাটা ঘায়ে তুই নুনের ছিটা আর কতই দিবি
মনমরা এই মুখের হাসি কতই কেড়ে নিবি
দয়াল, কতই কেড়ে নিবি
কাটা ঘায়ে তুই নুনের ছিটা আর কতই দিবি
মনমরা এই মুখের হাসি কতই কেড়ে নিবি
দয়াল, কতই কেড়ে নিবি

দুঃখ নিয়ে এলি কতই
ও, তুই দুঃখ নিয়ে এলি কতই, সুখ নিয়ে তো এলি না
তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না
দয়াল রে
তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না
তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না

মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা হলে
আমার মনটা ভাঙলে কী হয়– দে না আমায় বলে
দয়াল, দে না আমায় বলে
মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা হলে
আমার মনটা ভাঙলে কী হয়– দে না আমায় বলে
দয়াল, দে না আমায় বলে

ও, তুই জানিস নাকি সহজেই
ও, তুই জানিস নাকি সহজেই চোখের জল তো ফেলি
তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না
দয়াল রে
তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না

এলি বারে বারে আমার দ্বারে, অন্যখানে গেলি না
তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না
তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link