Anjana

দুঃখ আমার অমূল্য রতন
দুঃখ আমার অমূল্য রতন

আমি দুঃখবিলাসী, দুঃখ পুষি
দুঃখবিলাসী, দুঃখ পুষি, দুঃখেরে করি যতন

দুঃখ আমার অমূল্য রতন
দুঃখ আমার অমূল্য রতন

আমি দুঃখবিলাসী, দুঃখ পুষি
দুঃখবিলাসী, দুঃখ পুষি, দুঃখেরে করি যতন

দুঃখ আমার অমূল্য রতন
হায় রে, দুঃখ আমার অমূল্য রতন

দুঃখ আমার মোতির মালা, দুঃখ আমার জ্ঞাতিভাই
দুঃখের দানে ধন্য আমি, দুঃখ, শুধু দুঃখ চাই
দুঃখ আমার মোতির মালা, দুঃখ আমার জ্ঞাতিভাই
দুঃখের দানে ধন্য আমি, দুঃখ, শুধু দুঃখ চাই

আমার তিন ভুবনে দুঃখের মতো-
তিন ভুবনে দুঃখের মতো কেউ আর এত নাই আপন

দুঃখ আমার অমূল্য রতন
হায় রে, দুঃখ আমার অমূল্য রতন

দুঃখ আমার চলার সাথি, দুঃখ আমার প্রেমের দাম
দুঃখের কাছে জিম্মি আমি, দুঃখ আমার পরিণাম
দুঃখ আমার চলার সাথি, দুঃখ আমার প্রেমের দাম
দুঃখের কাছে জিম্মি আমি, দুঃখ আমার পরিণাম

আমার দুঃখের চলা, দুঃখের বলা
দুঃখের চলা, দুঃখের বলা, দুঃখের সাথেই আলিঙ্গন

দুঃখ আমার অমূল্য রতন
হায় রে, দুঃখ আমার অমূল্য রতন

আমি দুঃখবিলাসী, দুঃখ পুষি
দুঃখবিলাসী, দুঃখ পুষি, দুঃখেরে করি যতন

দুঃখ আমার অমূল্য রতন
হায় রে, দুঃখ আমার অমূল্য রতন

আমি দুঃখবিলাসী, দুঃখ পুষি
দুঃখবিলাসী, দুঃখ পুষি, দুঃখেরে করি যতন

দুঃখ আমার অমূল্য রতন
হায় রে, দুঃখ আমার অমূল্য রতন



Credits
Writer(s): Raffi Cavoukian, Traditional (pd)
Lyrics powered by www.musixmatch.com

Link