Sonar Gour Kene

কৃষ্ণভাবে চিত্ত আক্রান্ত হলেই চিত্তকে সত্ত্ব বলে
এই সত্ত্ব থেকে যে ভাব জন্মে তাই সাত্ত্বিক ভাব
সাত্ত্বিক ভাব আট রকমের
স্তম্ভ, স্বেদ, রোমাঞ্চ, স্বরভেদ, কম্প, বৈবর্ণ, অশ্রু আর মূর্ছা
কৃষ্ণপ্রেমে পূর্ণ সোনার গৌরে সেই ভাবেরই প্রকাশ

সোনার গৌর কেনে কেঁদে এলো ও নরহরি
তোমার গৌর কেনে কেঁদে এলো ও নরহরি
ও ওরে তোরই বা কি ভাব
তারই বা কি ভাব বুঝিতে নারি
গৌর কেনে কেঁদে এলো ও নরহরি
আমার গৌর কেনে কেঁদে এলো ও নরহরি

সবাই গেলি সংকীর্তনে
আমার গৌর অঙ্গে ধূলি কেনে
সবাই গেলি সংকীর্তনে
আমার গৌর অঙ্গে ধূলি কেনে
ওরে কি ভাব
ওরে কি ভাব ওর পড়লো মনে, দেয় গড়াগড়ি
গৌর কেনে কেঁদে এলো ও নরহরি
সোনার গৌর কেনে কেঁদে এলো ও নরহরি

সবাই বলে হরিহরি
ও কেউ হাতে দিচ্ছেন করতালি
সবাই বলে হরিহরি
ও কেউ হাতে দিচ্ছেন করতালি
মুখে রাধে
মুখে রাধে রাধে বলে নয়নে বারি
গৌর কেনে কেঁদে এলো ও নরহরি
সোনার গৌর কেনে কেঁদে এলো ও নরহরি

সবাই গেলি সংকীর্তনে
শ্রীবাসের আঙিনা মাঝে
সবাই গেলি সংকীর্তনে
শ্রীবাসের আঙিনা মাঝে
ওরে কি ভাব
ওরে কি ভাব ওর পড়লো মনে, দেয় গড়াগড়ি

গৌর কেনে কেঁদে এলো ও নরহরি
সোনার গৌর কেনে কেঁদে এলো ও নরহরি
ও ওরে তোরই বা কি ভাব
তারই বা কি ভাব বুঝিতে নারি
গৌর কেনে কেঁদে এলো ও নরহরি
আমার গৌর কেনে কেঁদে এলো ও নরহরি
সোনার গৌর কেনে কেঁদে এলো ও নরহরি



Credits
Writer(s): Traditional, Bhushan Dua
Lyrics powered by www.musixmatch.com

Link