O Aamar Desher Mati

মগ্ন নিবেদনের বাউল সুর
রবীন্দ্রনাথকে বিশেষভাবে প্রভাবিত করেছিল
বাউল গানের লৌকিক সুরের কাঠামো সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন
"এই সুর বৈঠকি গানের একেবারে গা ঘেঁষিয়া গিয়াও তাকে স্পর্শ করেনি
ওস্তাদের আইন অনুসারে এটা অপরাধ
এই সুরগুলিকে কোনো রাগ কৌলীন্যের জাতের কোঠায় ফেলা যায় না বটে
তবু এদের জাতির পরিচয় সম্বন্ধে ভুল হয় না
স্পষ্ট বুঝা যায় এ আমাদের দেশের সুর
বিলিতি সুর নয়"

ও আমার দেশের মাটি
তোমার 'পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি
তোমার 'পরে ঠেকাই মাথা

তোমাতে বিশ্বময়ীর
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা

ও আমার দেশের মাটি
তোমার 'পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি
তোমার 'পরে ঠেকাই মাথা

তুমি মিশেছ মোর দেহের সনে
তুমি মিলেছ মোর প্রাণে মনে
মিশেছ মোর দেহের সনে
তুমি মিলেছ মোর প্রাণে মনে

তোমার ওই শ্যামলবরন
কোমল মূর্তি মর্মে গাঁথা

ও আমার দেশের মাটি
তোমার 'পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি
তোমার 'পরে ঠেকাই মাথা

ওগো মা, তোমার কোলে জনম আমার
মরণ তোমার বুকে
ও মা, তোমার কোলে জনম আমার
মরণ তোমার বুকে
তোমার 'পরে খেলা আমার দুঃখে সুখে

তুমি অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে
অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে

তুমি যে সকল-সহা
সকল-বহা মাতার মাতা

ও আমার দেশের মাটি
তোমার 'পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি
তোমার 'পরে ঠেকাই মাথা

অনেক তোমার খেয়েছি গো
অনেক নিয়েছি মা
ও মা, অনেক তোমার খেয়েছি গো
অনেক নিয়েছি মা
তবু জানিনে যে কী বা তোমায় দিয়েছি মা

আমার জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে
জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে

তুমি বৃথা আমায় শক্তি দিলে
শক্তিদাতা

ও আমার দেশের মাটি
তোমার 'পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি
তোমার 'পরে ঠেকাই মাথা

তোমাতে বিশ্বময়ীর
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা

ও আমার দেশের মাটি
তোমার 'পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি
তোমার 'পরে ঠেকাই মাথা



Credits
Writer(s): Traditional, Bhushan Dua
Lyrics powered by www.musixmatch.com

Link