Dhire Chai Phire Phire Chai

ফিরে ফিরে চায়
ধীরে যায় ফিরে ফিরে চায়
ধীরে যায় ফিরে ফিরে চায়

চলে নব অভিসারে, ভীরু কিশোরী
চলে নব অভিসারে, ভীরু কিশোরী
চলে নব অভিসারে, ভীরু কিশোরী
ওঠে পাতাটি নড়িলে সে চমকে, চমকে

ধীরে যায় ফিরে ফিরে চায়
ফিরে ফিরে চায়
ধীরে যায় ফিরে ফিরে চায়

হরিণ-নয়নে সভয় চাহনি
হরিণ-নয়নে
হরিণ-নয়নে
হরিণ-নয়নে সভয় চাহনি
আসিছে কে যেন দেখিবে এখনই
হরিণ-নয়নে, নয়নে, নয়নে, নয়নে
হরিণ-নয়নে সভয় চাহনি
আসিছে কে যেন দেখিবে এখনই

সে পথে ফেলে দেয় নূপুর ও চুড়ি খুলে
পথে ফেলে দেয় নূপুর ও চুড়ি খুলে
আপন ছায়া হেরি, ওঠে গা ছমকে, ছমকে

ধীরে যায় ফিরে ফিরে চায়
ধীরে যায় ফিরে ফিরে চায়
ধীরে যায় ফিরে ফিরে চায়
ধীরে যায় ফিরে ফিরে চায়
ফিরে ফিরে চায়

"চোখ গেল চোখ গেল" ডাকে পাপিয়া
"চোখ গেল চোখ গেল" ডাকে পাপিয়া
শুনিয়া শরমে ওঠে কাঁপিয়া
"চোখ গেল চোখ গেল" ডাকে পাপিয়া

হায়, যার লাগি এত, কোথায় সে?
হায়, কোথায়, কোথায়, কোথায় সে?
যার লাগি এত, কোথায়, কোথায় সে?
ঝিল্লি-রবে ভাবে কেউ হবে
ঝিল্লি-রবে ভাবে কেউ হবে

সে বনে ফুল ঝরায় আওয়াজে দাঁড়ায়
বনে ফুল ঝরায়, বনে ফুল ঝরায়
বনে ফুল ঝরায়, বনে ফুল ঝরায়
বনে ফুল ঝরায় আওয়াজে দাঁড়ায়
আওয়াজে দাঁড়ায় সে থমকে, থমকে

ধীরে যায় ফিরে ফিরে চায়
ধীরে যায় ফিরে ফিরে চায়
ধীরে যায় ফিরে ফিরে চায়
ফিরে ফিরে চায়
ফিরে ফিরে চায়



Credits
Writer(s): Various Artist
Lyrics powered by www.musixmatch.com

Link