Pashaner Bhangale Ghum

পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁয়ায়
পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁয়ায়
পাষাণের ভাঙালে ঘুম

গলিয়া-
গলিয়া সুরের তুষার-
গলিয়া সুরের তুষার গীতি-নির্ঝর ব'য়ে যায়

কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙালে ঘুম

গলিয়া-
গলিয়া-
গলিয়া সুরের তুষার-
গলিয়া সুরের তুষার গীতি-নির্ঝর ব'য়ে যায়

কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙালে ঘুম
কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙালে ঘুম

উদাসী বিবাগী মন-
উদাসী বিবাগী মন-
উদাসী বিবাগী মন যাচে আজ বাহুর বাঁধন
উদাসী বিবাগী মন যাচে আজ বাহুর বাঁধন

কত জনমের কাঁদন-
কত জনমের কাঁদন ও-পায়ে লুটাতে চায়
ও-পায়ে লুটাতে চায়
ও-পায়ে লুটাতে চায়

পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁয়ায়
পাষাণের ভাঙালে ঘুম

ওগো তোমার সুরের ছন্দে মোর মঞ্জরিল গানের মুকুল
তোমার বেণীর বন্ধে গো সরিতে চায় সুরে বকুল

চমকে ওঠে মোর গগন-
চমকে ওঠে মোর গগন ঐ হরিণ-চোখের চাওয়ায়
ঐ হরিণ-চোখের চাওয়ায়
ঐ হরিণ-চোখের চাওয়ায়
ঐ হরিণ-চোখের চাওয়ায়

পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁয়ায়
পাষাণের ভাঙালে ঘুম
পাষাণের ভাঙালে ঘুম



Credits
Writer(s): Pintu Ghatak, Prabir Chatterjee, Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link