Priyotamo Eto Dine

প্রিয়তম! এতদিনে বিরহের নিশি বুঝি ভোর হলো
মজনু গো,আঁখি খোলো
লাইলী তোমার এসেছে ফিরিয়া
মজনু গো,আঁখি খোলো

প্রিয়তম! এতদিনে বিরহের নিশি বুঝি ভোর হলো
মজনু গো,আঁখি খোলো
লাইলী তোমার এসেছে ফিরিয়া
মজনু গো,আঁখি খোলো

মজনু! তোমার কাঁদন শুনিয়া মরু-নদী-পর্বতে
বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর বাহির হয়েছে পথে

আজি দখিনা বাতাস বহে অনুকূল
উদেছে গোলাপ, নার্গিস ফুল
ওগো বুলবুল, ফুটন্ত সেই গুলবাগিচায় দোলো
মজনু গো,আঁখি খোলো

লাইলী তোমার এসেছে ফিরিয়া
মজনু গো,আঁখি খোলো

বনের হরিণ-হরিণী কাঁদিয়া পথ দেখায়েছে মোরে
হুরী ও পরীরা ঝুরিয়া ঝুরিয়া চাঁদের প্রদীপ ধরে
পথ দেখায়েছে মোরে

আমার নয়নে নয়ন রাখিয়া
কী বলিতে চাও, হে পরান-পিয়া!
আমার নয়নে নয়ন রাখিয়া
কী বলিতে চাও, হে পরান-পিয়া!

নাম ধরে তুমি ডাকো মোরে স্বামী
নাম ধরে তুমি ডাকো মোরে স্বামী
ভোলো অভিমান ভোলো
মজনু গো,আঁখি খোলো

লাইলী তোমার এসেছে ফিরিয়া
মজনু গো,আঁখি খোলো

প্রিয়তম! এতদিনে বিরহের নিশি বুঝি ভোর হলো
মজনু গো,আঁখি খোলো
লাইলী তোমার এসেছে ফিরিয়া
মজনু গো,আঁখি খোলো



Credits
Writer(s): Various Artist
Lyrics powered by www.musixmatch.com

Link