Nizamuddin Auliya

ধন্য ধন্য मेरा
ধন্য ধন্য मेरा सिलसिला

এলো দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া
এলো দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া
দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া
এলো দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া

শয়নে-স্বপনে দেখি আসিলো এক বুজুর্গান
(শয়নে-স্বপনে দেখি আসিলো এক বুজুর্গান)
শয়নে-স্বপনে দেখি আসিলো এক বুজুর্গান
রাস্তার মাঝে কতো লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান

রাস্তা থামায়ে দিলো
রাস্তা থামায়ে দিলো কাফেলা

এলো দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া
এলো দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া
দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া
এলো দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া

মানত করেছি আমি বড়ো পীরের দরবারে
(মানত করেছি আমি...)
মানত করেছি আমি বড়ো পীরের দরবারে
কেমন করে দিবো চাদর দেহগুলির মাঝারে, দেহগুলির মাঝারে

রাস্তা থামায়ে দিলো
রাস্তা থামায়ে দিলো কাফেলা

এলো দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া
এলো দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া
দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া
এলো দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া

হাসানে কয়, "লালমিয়া ভাই, কোন খবর পাইছো নি?"
হাসানে কয়, "লালমিয়া ভাই, কোন খবর পাইছো নি?"
বালুর ঘাটে কে আসিলো, ইসরাঈল শাহ্ নিজামী, ইসরাঈল শাহ্ নিজামী

বুজুর্গন ধমক দিলো
বুজুর্গন ধমক দিলো কাফেলা

এলো দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া
এলো দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া
দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া
এলো দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া

ধন্য ধন্য मेरा
ধন্য ধন্য मेरा सिलसिला

এলো দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া
এলো দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া
দিল্লীতে নিজামউদ্দীন আউলিয়া
এলো দিল্লীতে নিজামউদ্দীন



Credits
Writer(s): Arman Fakir, The Folk Diaryz
Lyrics powered by www.musixmatch.com

Link