Golemele Pirit Korona

ও ভাই রে, পিরিতি কাঁঠালের আঠা
ও ভাই রে, পিরিতি কাঁঠালের আঠা
সে আঠা লাগলে পরে ছাড়ে না

গোলেমালে গোলেমালে পিরিত করো না
গোলেমালে গোলেমালে পিরিত করো না
গোলেমালে গোলেমালে পিরিত করো না
গোলেমালে গোলেমালে পিরিত করো না

পিরিতির রীতি জানো না
আরে করলে পিরিত হয় বিপরীত
পরে ঘটবে যন্ত্রণা

পিরিতির রীতি জানো না
আরে করলে পিরিত হয় বিপরীত
পরে ঘটবে যন্ত্রণা

ও যেমন চিটেগুড়ে পিঁপড়ে পড়লে
ও যেমন চিটেগুড়ে পিঁপড়ে পড়লে
ও পিঁপড়ে লড়তে-চড়তে পারে না

গোলেমালে গোলেমালে পিরিত করো না
গোলেমালে গোলেমালে পিরিত করো না
গোলেমালে গোলেমালে পিরিত করো না
গোলেমালে গোলেমালে পিরিত করো না

ওরে এক ব্রাহ্মণের ছেলে
ও সে তো এমনি খিটকেলে
আরে পিরিত করে ধোবার মেয়ের পা ধুয়ে খেলে
ও ভাই, পা ধুয়ে খেলে

ওরে এক ব্রাহ্মণের ছেলে
ও সে তো এমনি খিটকেলে
আর পিরিত করে ধোবার মেয়ের পা ধুয়ে খেলে
ও ভাই, পা ধুয়ে খেলে

পিরিতির জাতের বিচার করতে গেলে
পিরিতির জাতের বিচার করতে গেলে
ভাই রে ভাই, মিলবে না চাঁদের কণা
মিলবে না চাঁদের কণা

গোলেমালে গোলেমালে পিরিত করো না (ভোলা মন)
গোলেমালে গোলেমালে পিরিত করো না
গোলেমালে গোলেমালে পিরিত করো না (ভোলা মন)
গোলেমালে গোলেমালে পিরিত করো না



Credits
Writer(s): The Folk Diaryz, Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link