Dube Dakh Dakhi Mon

আকাশ-পাতাল খুঁজিস যারে এই দেহে সে রয়
ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়
আকাশ-পাতাল খুঁজিস যারে এই দেহে সে রয়
ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়

লাম-আলেফ লুকায় যেমন
মানুষের সাঁই আছে তেমন
লাম-আলেফ লুকায় যেমন
মানুষের সাঁই আছে তেমন

তা নইলে কি সব নুরীতন
তা নইলে কি সব নুরীতন
আদম-তনে সেজদা জানায়

ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়

আহাতে আহাম্মদ হল
মানুষের সাঁই জন্ম নিল
আহাতে আহাম্মদ হল
মানুষের সাঁই জন্ম নিল

লালন মহান ফ্যারে প'লো
লালন মহান ফ্যারে প'লো
সিরাজ সাঁইজির অন্ত না পাওয়ায়

ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়
আকাশ-পাতাল খুঁজিস যারে এই দেহে সে রয়
ও, ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়

ও, ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়
ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়



Credits
Writer(s): The Folk Diaryz, Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link