Tumi Kotha Rakhoni

যখনই ভাবি আমি তোমার কথা
তোলপাড় করে বুকে বিষণ্ণতা
যখনই ভাবি আমি তোমার কথা
তোলপাড় করে বুকে বিষণ্ণতা
একা থাকার ব্যথা আগে বুঝিনি

ও সজনী, কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি?
ও সজনী, কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি?

যখনই ভাবি আমি তোমার কথা
তোলপাড় করে বুকে বিষণ্ণতা
একা থাকার ব্যথা আগে বুঝিনি

ও সজনী, কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি?
ও সজনী, কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি?

চোখের আড়াল হয়েছো তুমি
কখনো ফিরে আসোনি
ও, চোখের আড়াল হয়েছো তুমি
কখনো ফিরে আসোনি
এভাবে হারালে কেন, বলে যাওনি

ও সজনী, কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি?
ও সজনী, কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি?

যখনই ভাবি আমি তোমার কথা
তোলপাড় করে বুকে বিষণ্ণতা
একা থাকার ব্যথা আগে বুঝিনি

ও সজনী, কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি?
ও সজনী, কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি?

সুখের প্রহর ফুরিয়ে গেছে
দুঃখকে ঘিরে রাখি
ও, সুখের প্রহর ফুরিয়ে গেছে
দুঃখকে ঘিরে রাখি
তুমি ছাড়া কী করে থাকি একাকী?

ও সজনী, কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি?
ও সজনী, কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি?

যখনই ভাবি আমি তোমার কথা
তোলপাড় করে বুকে বিষণ্ণতা
একা থাকার ব্যথা আগে বুঝিনি

ও সজনী, কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি?
ও সজনী, কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি?

যখনই ভাবি আমি তোমার কথা
তোলপাড় করে বুকে বিষণ্ণতা
একা থাকার ব্যথা আগে বুঝিনি

ও সজনী, কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি?
ও সজনী, কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি?
ও সজনী, কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি?
ও সজনী, কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি?



Credits
Writer(s): Pradip Saha
Lyrics powered by www.musixmatch.com

Link