Kaal Shara Raat

কাল সারা রাত
বৃষ্টি ঝরে ছিলো অঝরে,
এমন রাতে পারিনি ঘুমাতে
শুধু তোমার স্মৃতি মনে করে।

মাতাল হাওয়া উম্মাদনায় ছিল মেতে,
কষ্ট ছিল মেঘলা মনের কল্পনাতে।
তোমার ছবি উঠল ভেষে
শূন্য বুকের এই উঠুন জুড়ে।

পাথর কাল অন্ধকারে একা একা,
পাইনি ভেবে আমার দুখের সীমা রেখা।
ভাবতে তবু লাগলো ভালো
একদিন ছিলে তুমি হৃদয় জুড়ে।



Credits
Writer(s): Pradip Shaha, Rajesh
Lyrics powered by www.musixmatch.com

Link