Tumi Shukhi Na Shukhi

মন প্রাণ দিয়ে এত ভালবাসলাম
তবু জানা হল না ভালবাসা কি
পুতুল খেলার ছলে
কি খেলা খেলে গেলে
বড় জানতে ইচ্ছে করে
তুমি সুখি না দু: খি

হৃদয় ভাঙার বেদনাতে
মিথ্যে আশার কল্পনাতে
সুখ যেখানে পালিয়ে বেড়ায়
স্বার্থপরের মতই চাওয়া
প্রতিশ্রুতি ভুলে যাওয়া
সেতো শুধু তোমাকে মানায়

নি: শ্ব হয়ে সব হারিয়ে
চোখের জ্বলের মূল্য দিয়ে
দু: খ্য যদি কিনতে পাওয়া যায়
খুব স্বাভাবিক নিয়ম মেনে
ভালবাসা অকারনে শুধু
প্রতারিত হয়ে যায়



Credits
Writer(s): Pradip Saha
Lyrics powered by www.musixmatch.com

Link