Ami Chanchala Jhornadhara

আমি চঞ্চলা ঝর্ণাধারা
আমি চঞ্চলা ঝর্ণাধারা
পথ চলি গান গেয়ে
পথ চলি গান গেয়ে
চঞ্চলা ঝর্ণাধারা
আমি চঞ্চলা ঝর্ণাধারা
পথ চলি গান গেয়ে
পথ চলি গান গেয়ে
চঞ্চলা ঝর্ণাধারা
আমি চঞ্চলা ঝর্ণাধারা

যেথা প্রিয় মম রহে সেই পথ চলি দূরে
নুপূর বাজে পায়ে তাই ছন্দভরা সুরে
যেথা প্রিয় মম রহে সেই পথ চলি দূরে
নুপূর বাজে পায়ে তাই ছন্দভরা সুরে

মোর পাহাড়িয়া পথরেখা
পাহাড়িয়া পথরেখা ফুল যদি দেয় ছেয়ে

আমি, আমি চঞ্চলা ঝর্ণাধারা
আমি চঞ্চলা ঝর্ণাধারা

চাঁদ হাসে মধুরাতে
যেন পিয়া মুখ-সম
মধুর ছোঁয়া তারি দোলে দোলে বুকে মম
দোলে দোলে বুকে মম
চাঁদ হাসে মধুরাতে
যেন পিয়া মুখ-সম
মধুর ছোঁয়া তারি দোলে দোলে বুকে মম
দোলে দোলে বুকে মম

সারা নিশি জেগে যত তারা
নিশি জেগে যত তারা আঁখি মেলি রয় যে

আমি, আমি চঞ্চলা ঝর্ণাধারা
আমি চঞ্চলা ঝর্ণাধারা

যার অভিসারে চলি সে মোরে নাহি জানে
তবু এত ভালোবাসা ঢেউ তোলে আমার প্রাণে
যার অভিসারে চলি সে মোরে নাহি জানে
তবু এত ভালোবাসা ঢেউ তোলে আমার প্রাণে

মোর তনুমনে লাগে দোলা
তনুমনে লাগে দোলা স্বপ্নে ছোঁয়া পেয়ে

আমি, আমি চঞ্চলা ঝর্ণাধারা
আমি চঞ্চলা ঝর্ণাধারা
পথ চলি গান গেয়ে
পথ চলি গান গেয়ে
চঞ্চলা ঝর্ণাধারা
আমি চঞ্চলা ঝর্ণাধারা

আমি চঞ্চলা ঝর্ণাধারা
আমি চঞ্চলা ঝর্ণাধারা
আমি চঞ্চলা ঝর্ণাধারা



Credits
Writer(s): Kamal Das Gupta, Pranab Roy
Lyrics powered by www.musixmatch.com

Link