Ghumiye Chilo Rajkumari

ঘুমিয়ে ছিল রাজকুমারী স্বপ্নপুরীর মহলে
ঘুমিয়ে ছিল রাজকুমারী স্বপ্নপুরীর মহলে

শিয়রে ছিল তার সোনালি কাঠি
রূপার কাঠি ছিল পায়েরই তলে
শিয়রে ছিল তার সোনালি কাঠি
রূপার কাঠি ছিল পায়েরই তলে
স্বপ্নপুরীর মহলে

ঘুমিয়ে ছিল রাজকুমারী স্বপ্নপুরীর মহলে

কত বসন্ত আনে তার ফুলডালা, বলে, "জাগো"
"জাগো সোনার মেয়ে, মধুমালা"
কত বসন্ত আনে তার ফুলডালা, বলে, "জাগো"
"জাগো সোনার মেয়ে, মধুমালা"

তবু আঁখির পাতা তার খোলে না, হায়
আঁখির পাতা তার খোলে না, হায়
বসন্ত ফিরে যায় চলে
স্বপ্নপুরীর মহলে

ঘুমিয়ে ছিল রাজকুমারী স্বপ্নপুরীর মহলে

একদা এলো এক রাজার কুমার মধুমালার দেশে
পথে লক্ষ পাহাড়, ছিল লক্ষ নদী, তাও এলো পার হয়ে সে
একদা এলো এক রাজার কুমার মধুমালার দেশে
পথে লক্ষ পাহাড়, ছিল লক্ষ নদী, তাও এলো পার হয়ে সে

আর সোনার কাঠি তুলে ছুঁইয়ে দিলো
সে ছুঁইয়ে দিলো রাজকুমারীর কেশে
প্রথম প্রেমের মায়াপরশ পেয়ে উঠল জেগে সেই সোনার মেয়ে
প্রথম প্রেমের মায়াপরশ পেয়ে উঠল জেগে সেই সোনার মেয়ে

আঁখির সনে হলো আঁখির মিলন
আঁখির সনে হলো আঁখির মিলন
মালাবদল হলো গলে

ঘুমিয়ে ছিল রাজকুমারী স্বপ্নপুরীর মহলে
ঘুমিয়ে ছিল রাজকুমারী



Credits
Writer(s): Kamal Das Gupta, Pranab Roy
Lyrics powered by www.musixmatch.com

Link