Amar Chayati Dekhechi

আমার ছায়াটি দেখেছি, দেখেছি তোমার নয়নে
বলো, আর দূরে থাকি কেমনে?
আমার ছায়াটি দেখেছি, দেখেছি তোমার নয়নে
বলো, আর দূরে থাকি কেমনে?

কিছু আঁখিজল, কিছু বা হাসির জোছনা
তোমার মাঝারে আমারে করেছে রচনা
কিছু আঁখিজল, কিছু বা হাসির জোছনা
তোমার মাঝারে আমারে করেছে রচনা

তুমি ডেকেছ, আমায় ডেকেছ
ডেকেছ, আমায় ডেকেছ
নিশীথ রাতের স্বপনে

বলো, আর দূরে থাকি কেমনে?
আমার ছায়াটি দেখেছি, দেখেছি তোমার নয়নে
বলো, আর দূরে থাকি কেমনে?

মনে মনে তুমি কী দাম দিয়েছ জানি না
আমি জানি না, জানি না
মনে মনে তুমি কী দাম দিয়েছ জানি না
আমি জানি না, জানি না

তবু তারই সুরে রাঙালে, রাঙালে মনের আঙিনা
তবু তারই সুরে রাঙালে, রাঙালে মনের আঙিনা

তুমি সাগরের দোলা জাগালে
সাগরের দোলা জাগালে, জাগালে আমার জীবনে
বলো, আর দূরে থাকি কেমনে?

কেন আর করি আপনারে লয়ে ছলনা
কাছে গিয়ে তবু কেন দূরে থাকি বলো না
কেন আর করি আপনারে লয়ে ছলনা
কাছে গিয়ে তবু কেন দূরে থাকি বলো না

কেন দুটি হিয়া এক হলো না?
কেন দুটি হিয়া এক হলো না?
কেন এক হলো না গো মিলনে?

বলো, আর দূরে থাকি কেমনে?
আমার ছায়াটি দেখেছি, দেখেছি তোমার নয়নে
বলো, আর দূরে থাকি কেমনে?
আমার ছায়াটি দেখেছি



Credits
Writer(s): Kamal Das Gupta, Pranab Roy
Lyrics powered by www.musixmatch.com

Link