Obak Hridoy

অবাক হৃদয় নিয়ে
থমকে আছি আমি
অনন্ত বিরহ তীরে
ফেরারী ছায়া পড়েছে

সাজানো স্বপ্ন জুড়ে
সাজানো স্বপ্ন জুড়ে

অবাক হৃদয় নিয়ে
থমকে আছি আমি
অনন্ত বিরহ তীরে
ফেরারী ছায়া পড়েছে

সাজানো স্বপ্ন জুড়ে
সাজানো স্বপ্ন জুড়ে

অসময়ে শুনি আমি
সময়ের দীর্ঘনিঃশ্বাস
বাঁধভাঙা ভালোবাসা ভেঙে গেছে
তিলে তিলে গড়া সব বিশ্বাস

অসময়ে শুনি আমি
সময়ের দীর্ঘনিঃশ্বাস
বাঁধভাঙা ভালোবাসা ভেঙে গেছে
তিলে তিলে গড়া সব বিশ্বাস

একবুক তৃষ্ণা নিয়ে জানি আমার বসবাস
বিষণ্ন প্রান্তরে

সাজানো স্বপ্ন জুড়ে
সাজানো স্বপ্ন জুড়ে

বহুদূরে ভেসে গেছে
উচ্ছ্বাসে ভরা উল্লাস
ফেলে আসা সব স্মৃতি রেখে গেছে
বিরহ মেঘে ঢাকা আকাশ

বহুদূরে ভেসে গেছে
উচ্ছ্বাসে ভরা উল্লাস
ফেলে আসা সব স্মৃতি রেখে গেছে
বিরহ মেঘে ঢাকা আকাশ

ঘুমহারা দৃষ্টি নিয়ে হারালো আমার জোছনা
হারিয়ে গেছে ভোরে

সাজানো স্বপ্ন জুড়ে
সাজানো স্বপ্ন জুড়ে

অবাক হৃদয় নিয়ে
থমকে আছি আমি
অনন্ত বিরহ তীরে
ফেরারী ছায়া পড়েছে

সাজানো স্বপ্ন জুড়ে
সাজানো স্বপ্ন জুড়ে

অবাক হৃদয় নিয়ে
থমকে আছি আমি
অনন্ত বিরহ তীরে
ফেরারী ছায়া পড়েছে

সাজানো স্বপ্ন জুড়ে
সাজানো স্বপ্ন জুড়ে



Credits
Writer(s): Robin Suren Peter
Lyrics powered by www.musixmatch.com

Link