Bohudur Jete Hobe

বহুদূর যেতে হবে
এখনো পথের অনেক রয়েছে বাকি
বহুদূর যেতে হবে
এখনো পথের অনেক রয়েছে বাকি

ভালোবাসায় বিশ্বাস রেখো
হয়তো অচেনা মনে হতে পারে আমাকে

তুমি ভয় পেয়ো না, তুমি থেমে যেয়ো না
তুমি ভয় পেয়ো না, তুমি থেমে যেয়ো না
তুমি ভয় পেয়ো না

আগামীর রথে হাতে হাত রেখে
পাড়ি দিতে হবে এক দীর্ঘ নদী
বুক ভেঙে যাবে অভিযোগ-অভিমানে
অবিশ্বাস বুকে থাকে যদি

তুমি ভয় পেয়ো না, তুমি থেমে যেয়ো না
তুমি ভয় পেয়ো না, তুমি থেমে যেয়ো না
তুমি ভয় পেয়ো না

বিকেলের রোদে যদি মন বেঁধে
পেতে চাও আলোকিত এক রাতের প্রহর
খুঁজে পেতে পারো নির্বাক বিস্ময়ে
অমানিশা তোমার অন্তরে

তুমি ভয় পেয়ো না, তুমি থেমে যেয়ো না
তুমি ভয় পেয়ো না, তুমি থেমে যেয়ো না
তুমি ভয় পেয়ো না

বহুদূর যেতে হবে
এখনো পথের অনেক রয়েছে বাকি
বহুদূর যেতে হবে
এখনো পথের অনেক রয়েছে বাকি

ভালোবাসায় বিশ্বাস রেখো
হয়তো অচেনা মনে হতে পারে আমাকে

তুমি ভয় পেয়ো না, তুমি থেমে যেয়ো না
তুমি ভয় পেয়ো না, তুমি থেমে যেয়ো না
তুমি ভয় পেয়ো না



Credits
Writer(s): Asif Iqbal, Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link