Amio Manush

যদি ভুল করে তোমাকে চাই
বলো আমার কী দোষ
যদি মন ভালোবাসে তোমায়
বলি আমিও মানুষ

যদি ভুল করে তোমাকে চাই
বলো আমার কী দোষ
যদি মন ভালোবাসে তোমায়
বলি আমিও মানুষ

প্রিয়া, ক্ষমা করো আমাকে
পারিনি ভুলে যেতে তোমাকে

আমার কী দোষ? আমি তো মানুষ!
আমার কী দোষ? আমি তো মানুষ!

শুধু কষ্টকে সাথী করে
ভেবেছি চলে যাবো বহু দূরে
শুধু কষ্টকে সাথী করে
ভেবেছি চলে যাবো বহু দূরে
তবু মন পিছু ফিরে চায়

আমার কী দোষ? আমি তো মানুষ!
আমার কী দোষ? আমি তো মানুষ!

শুধু স্মৃতিগুলো রেখো সাথে
কখনো যদি আমায় মনে পড়ে
শুধু স্মৃতিগুলো রেখো সাথে
কখনো যদি আমায় মনে পড়ে
তবু মন পিছু ফিরে চায়

আমার কী দোষ? আমি তো মানুষ!
আমার কী দোষ? আমি তো মানুষ!

যদি ভুল করে তোমাকে চাই
বলো আমার কী দোষ
যদি মন ভালোবাসে তোমায়
বলি আমিও মানুষ

যদি ভুল করে তোমাকে চাই
বলো আমার কী দোষ
যদি মন ভালোবাসে তোমায়
বলি আমিও মানুষ

প্রিয়া, ক্ষমা করো আমাকে
পারিনি ভুলে যেতে তোমাকে

আমার কী দোষ? আমি তো মানুষ!
আমার কী দোষ? আমি তো মানুষ!



Credits
Writer(s): Ayub Bachchu, Syed Aulad
Lyrics powered by www.musixmatch.com

Link