Hoyto Mukher Adol

হয়তো মুখের আদল বদলে গেছে
শুধু নাম তার মনে আছে
হয়তো মুখের আদল বদলে গেছে
শুধু নাম তার মনে আছে
জানি না কোথায় সে কোন ঠিকানায়
কে জানে কেমন আছে

হয়তো মুখের আদল বদলে গেছে
শুধু নাম তার মনে আছে
হয়তো মুখের আদল বদলে গেছে
শুধু নাম তার মনে আছে

বুঝি না কেন যে আজ নতুন করে
এভাবে তাকে মনে পড়ে
ও বুঝি না কেন যে আজ নতুন করে
এভাবে তাকে মনে পড়ে
যা পাওয়ার ছিল না যে আমার হল না
এলো না সে ফিরে তো কাছে

হয়তো মুখের আদল বদলে গেছে
শুধু নাম তার মনে আছে
হয়তো মুখের আদল বদলে গেছে
শুধু নাম তার মনে আছে

ছিল না যে মনে প্রেম, কি করে সে
আমাকে বলো ভালোবাসে
ও ছিল না যে মনে প্রেম, কি করে সে
আমাকে বলো ভালোবাসে
যে হৃদয়হীনা, যার মন ভেজে না
কি করে চাই প্রেম তার কাছে

হয়তো মুখের আদল বদলে গেছে
শুধু নাম তার মনে আছে
হয়তো মুখের আদল বদলে গেছে
শুধু নাম তার মনে আছে
জানি না কোথায় সে কোন ঠিকানায়
কে জানে কেমন আছে

হয়তো মুখের আদল বদলে গেছে
শুধু নাম তার মনে আছে
হয়তো মুখের আদল বদলে গেছে
শুধু নাম তার মনে আছে



Credits
Writer(s): Gautam Susmit, Kundan Saha
Lyrics powered by www.musixmatch.com

Link