Eka Ekla Mon

একা একলা মন
ভাবছে সারাক্ষণ

একা একলা মন
ভাবছে সারাক্ষণ
তোমাকে, তোমাকে
সারাদিন তোমাকে
সেই কবে হয়েছিল
শেষ দেখা, শেষ দেখা

একা একলা মন
ভাবছে সারাক্ষণ
তোমাকে, তোমাকে
সারাদিন তোমাকে
সেই কবে হয়েছিল
শেষ দেখা, শেষ দেখা

স্মৃতির ধুলো মাখে
হৃদয়ে দিনটাকে
একা নিজেরই সাথে কথা বলা

স্মৃতির ধুলো মাখে
হৃদয়ে দিনটাকে
একা নিজেরই সাথে কথা বলা
শুধু মনে পড়ে আজকে বারে বারে

সেই কবে হয়েছিল
শেষ দেখা, শেষ দেখা

প্রেমের ছেঁড়া পাতা
ব্যথার চুপকথা
কাকে শোনাতে চায় মন তা জানি না

প্রেমের ছেঁড়া পাতা
ব্যথার চুপকথা
কাকে শোনাতে চায় মন তা জানি না



Credits
Writer(s): Gautam Susmit, Kundan Saha
Lyrics powered by www.musixmatch.com

Link