Tomay Sudhu Tomay

তোমায়, শুধু তোমায়
কি ভালো লাগে যে দেখে স্বপ্নে
তোমায়, শুধু তোমায়
কি ভালো লাগে যে দেখে সামনে
ও তোমার মনের কথা, চুপ সে কথায়
ভাসে চোখের আয়নায়
তোমায়, শুধু তোমায়
কি ভালো লাগে যে দেখে স্বপ্নে
ও তোমায়, শুধু তোমায়
কি ভালো লাগে যে দেখে সামনে

মন থেকে চোখে
চোখ থেকে মুখে
যে কথা বলতে যে চাই
সব এলোমেলো
আজ কথাগুলো
যে কথা শোনাতে চাই

ও মন থেকে চোখে
চোখ থেকে মুখে
যে কথা বলতে যে চাই
সব এলোমেলো
আজ কথাগুলো
যে কথা শোনাতে চাই

বড় দিশাহারা অবুঝ এ মন
শোনে না মনেরই কোনো শাসন
পড়েছি কি দোটানায়

তোমায়, শুধু তোমায়
কি ভালো লাগে যে দেখে স্বপ্নে
তোমায়, শুধু তোমায়
কি ভালো লাগে যে দেখে সামনে

বাড়ছে যে চাওয়া
পাওয়া, না পাওয়া
আশার এ কি নিরাশা
মুখচোরা কথা, কি বোবা ব্যথা
থমকে যায় ভালোবাসা

ও বাড়ছে যে চাওয়া
পাওয়া, না পাওয়া
আশার এ কি নিরাশা
মুখচোরা কথা, কি বোবা ব্যথা
থমকে যায় ভালোবাসা
পাবো কি পাবো না, তা জানি না
দ্বিধার বাধা যে আর কাটে না
তবুও মন হাত যে বাড়ায়

তোমায়, শুধু তোমায়
কি ভালো লাগে যে দেখে স্বপ্নে
ও তোমায়, শুধু তোমায়
কি ভালো লাগে যে দেখে সামনে
ও তোমার মনের কথা, চুপ সে কথায়
ভাসে চোখের আয়নায়
তোমায় শুধু তোমায়
কি ভালো লাগে যে দেখে স্বপ্নে



Credits
Writer(s): Gautam Susmit, Kundan Saha
Lyrics powered by www.musixmatch.com

Link