Dake Baro Baro Dake

ডাকে বার বার ডাকে
ডাকে বার বার ডাকে
শোনো রে, দুয়ারে দুয়ারে
আঁধারে আলোকে
ডাকে বার বার ডাকে
ডাকে বার বার ডাকে

কত সুখ-দুঃখ শোকে
কত মরণে জীবনলোকে
কত সুখ-দুঃখ শোকে
কত মরণে জীবনলোকে
ডাকে বজ্রভয়ঙ্কর রবে
সুধাসঙ্গীতে
ডাকে দ্যুলোকে, ভূলোকে

ডাকে বার বার ডাকে
ডাকে বার বার ডাকে



Credits
Writer(s): Purabi Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link