Ami Ashay Ashay Thaki

আমি আশায় আশায় থাকি
আমার তৃষিত আকুল আঁখি
আমার তৃষিত আকুল আঁখি
কার আশায় আশায় থাকি

ঘুমে-জাগরণে মেশা প্রাণে স্বপনের নেশা
ঘুমে-জাগরণে মেশা প্রাণে স্বপনের নেশা
দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি
দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি

কার আশায় আশায় থাকি

বনে বনে করে কানাকানি অশ্রুত বাণী
কী গাহে পাখি
বনে বনে করে কানাকানি অশ্রুত বাণী
কী গাহে পাখি
কী কব না পাই ভাষা
মোর জীবন রঙিন কুয়াশা
ফেলেছে ঢাকি

আমি আশায় আশায় থাকি
আমার তৃষিত আকুল আঁখি
আমার তৃষিত আকুল আঁখি
কার আশায় আশায় থাকি



Credits
Writer(s): Purabi Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link