Oi Shuni Jeno Charanadhwani

ওই শুনি যেন চরণধ্বনি রে
শুনি আপন মনে
ওই শুনি যেন চরণধ্বনি রে
বুঝি আমার মনোহরণ
বুঝি আমার মনোহরণ আসে গোপনে
ওই শুনি যেন চরণধ্বনি রে
শুনি আপন মনে
ওই শুনি যেন চরণধ্বনি রে

পাবার আগে কিসের আভাস পাই
চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো
ভেঙেছে তাই
পাবার আগে কিসের আভাস পাই
চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো
ভেঙেছে তাই
মালার গন্ধ এল
মালার গন্ধ এল যারে জানি স্বপনে

ওই শুনি যেন চরণধ্বনি রে
শুনি আপন মনে
ওই শুনি যেন চরণধ্বনি রে

ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই যে
তার চলার পথের কাছে ওই যে
ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই যে
তার চলার পথের কাছে ওই যে
দিগঙ্গনার অঙ্গনে যে আজি
ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি
দিগঙ্গনার অঙ্গনে যে আজি
ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি
আশার হাওয়া লাগে
আশার হাওয়া লাগে ওই নিখিল গগনে

ওই শুনি যেন চরণধ্বনি রে
শুনি আপন মনে
ওই শুনি যেন চরণধ্বনি রে



Credits
Writer(s): Purabi Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link