Utal Holo Shanto Akash

উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে
উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে

বাদল ধারা ঝরে বুঝি তাই
বাদল ধারা ঝরে বুঝি তাই আজ নিশীথে
তোমার কলগীতে

উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে

সুর যে তোমার নেশার মত, মনকে দোলায় অবিরত
সুর যে তোমার নেশার মত, মনকে দোলায় অবিরত

ফুলকে শেখায় ফুটিতে গো
ফুলকে শেখায় ফুটিতে গো, পাখিকে শিস দিতে
তোমার কলগীতে

উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে

কেন তুমি গানের ছলে বঁধু, বেড়াও কেঁদে?
কেন তুমি গানের ছলে বঁধু, বেড়াও কেঁদে?
তীরের চেয়েও সুর যে তোমার প্রাণে অধিক বিঁধে
তোমার সুরে কোন সে ব্যথা, দিলো এতো বিহ্বলতা?
তোমার সুরে কোন সে ব্যথা, দিলো এতো বিহ্বলতা?

আমি জানি ওগো, আমি জানি সে বারতা
তাই কাঁদি নিভৃতে
তোমার কলগীতে

উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে
উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে

তোমার কলগীতে
তোমার কলগীতে



Credits
Writer(s): Feroza Begum
Lyrics powered by www.musixmatch.com

Link