Gaanguli Mor Saibaleri Dol

ওরে আমার হৃদয় আমার, কখন তোরে প্রভাতকালে
দীপের মতো গানের স্রোতে কে ভাসালে
যেন রে তুই হঠাৎ বেঁকে শুকনো ডাঙায় যাস নে ঠেকে
জড়াস নে শৈবালের জালে
তীর যে হোথা স্থির রয়েছে, ঘরের প্রদীপ সেই জ্বালালো
অচল রহে তার আলো
গানের প্রদীপ তুই যে গানে চলবি ছুটে অকূল-পানে
চপল ঢেউয়ের আকুল তালে

গানগুলি মোর শৈবালেরই দল
গানগুলি মোর
ওরা বন্যাধারায় পথ যে হারায়
উদ্দাম চঞ্চল
গানগুলি মোর শৈবালেরই দল
গানগুলি মোর

ওরা কেনই আসে যায় বা চলে
অকারণের হাওয়ায় দোলে
চিহ্ন কিছুই যায় না রেখে, পায় না কোনো ফল

গানগুলি মোর শৈবালেরই দল
গানগুলি মোর

ওদের সাধন তো নাই, কিছু সাধন তো নাই
ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই
ওদের সাধন তো নাই, কিছু সাধন তো নাই
ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই
উদাস ওরা উদাস করে গৃহহারা পথের স্বরে
ভুলে-যাওয়ার স্রোতের 'পরে করে টলোমল

গানগুলি মোর শৈবালেরই দল
গানগুলি মোর
ওরা বন্যাধারায় পথ যে হারায়
উদ্দাম চঞ্চল
গানগুলি মোর শৈবালেরই দল
গানগুলি মোর



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link