Jete Jete Ekla Pathe

আজি এ বরষা নিবিড় তিমির
ঝর ঝর জল, জীর্ণ কুটির
বাদলের বায়ে, প্রদীপ নিবায়ে
জেগে বসে আছি একা রে
অতিথি অজানা
তব গীতসুর লাগিতেছে কানে ভীষণ মধুর
ভাবিতেছি মনে, যাব তব সনে
অচেনা অসীম আঁধারে

যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি
ঝড় উঠেছে, ওরে, ওরে
ঝড় উঠেছে, ওরে, এবার
ঝড়কে পেলেম সাথি

যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি

আকাশ-কোণে সর্বনেশে
ক্ষণে ক্ষণে উঠছে হেসে
আকাশ-কোণে সর্বনেশে
ক্ষণে ক্ষণে উঠছে হেসে
প্রলয় আমার কেশে বেশে
করছে মাতামাতি

যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি

যে পথ দিয়ে যেতেছিলেম
ভুলিয়ে দিল তারে
আবার কোথা চলতে হবে
গভীর অন্ধকারে
যে পথ দিয়ে যেতেছিলেম
ভুলিয়ে দিল তারে
আবার কোথা চলতে হবে
গভীর অন্ধকারে

বুঝি বা এই বজ্ররবে
নূতন পথের বার্তা কবে
কোন পুরীতে গিয়ে তবে
প্রভাত হবে রাতি

যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি
ঝড় উঠেছে, ওরে, ওরে
ঝড় উঠেছে, ওরে, এবার
ঝড়কে পেলেম সাথি

যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link