Kaal Raater Bela Gaan Elo Mor Mone

একি গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধরে
সকল আকাশ আকুল করে
সেই বাণীর পরশ লাগে, নবীন প্রাণের বাণী জাগে
হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয় ওঠে ভরে
কত যুগের কত মনের কথা বাজায় ফিরে ফিরে
ঋতুর পরে ঋতু আসে ফিরে বসুন্ধরার কূলে
চিহ্ন পড়ে বনের ঘাসে ঘাসে ফুলের পরে ফুলে
গানের পরে গানে তারি সাথে কত সুরের কত যে হার
গাঁথে এই হাওয়া
ধরার কণ্ঠ বাণীর বরণমালায় সাজায় ঘিরে ঘিরে

কাল রাতের বেলা গান এল মোর মনে
তখন তুমি ছিলে না গো, ছিলে না
তখন তুমি ছিলে না মোর সনে
কাল রাতের বেলা গান এল মোর মনে

যে কথাটি বলব তোমায় বলে
কাটল জীবন নীরব চোখের জলে
যে কথাটি বলব তোমায় বলে
কাটল জীবন নীরব চোখের জলে
সেই কথাটি
আমার সেই কথাটি সুরের হোমানলে
উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে
তখন তুমি ছিলে না
তখন তুমি ছিলে না মোর সনে

কাল রাতের বেলা গান এল মোর মনে

ভেবেছিলেম আজকে সকাল হলে
সেই কথাটি
আমার সেই কথাটি তোমায় যাব বলে
ভেবেছিলেম আজকে সকাল হলে
সেই কথাটি
আমার সেই কথাটি তোমায় যাব বলে

ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে
পাখির গানে আকাশ গেল পুরে
ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে
পাখির গানে আকাশ গেল পুরে
সেই কথাটি
আমার সেই কথাটি লাগল না সেই সুরে
যতই প্রয়াস করি পরানপণে
যখন তুমি আছ
যখন তুমি আছ আমার সনে

কাল রাতের বেলা গান এল মোর মনে
তখন তুমি ছিলে না গো, ছিলে না
তখন তুমি ছিলে না মোর সনে
কাল রাতের বেলা গান এল মোর মনে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link