Upohaash

নিঃসঙ্গ গ্রহচারিনী সময়ের বাঁকে
হারিয়ে খোঁজে আপোসে
নিঃসঙ্গ গ্রহচারিনী অমায়িক হেসে
মিলিয়ে আকাশে নিরবে

ফাঁসির মঞ্চ ভিজে ওঠে যখন অবুঝের রক্তে
আমার সত্ত্বার শিরদাঁড়া ভেঙ্গে বাজে দামাল সুরে
লোভের আগুন আমি নিভিয়ে দেই অশ্রু ঝড়ে
অমাবস্যার রাতে স্বপ্ন দেখার বশে
প্রশ্ন করো নিজেকে

মানুষ তুমি সৃষ্টি সেরা নাকি?
এ অহংকারের বোঝা ওঠাতে পারো কি?
এতো রঙ মিলিয়ে ভাসাও জীবনছবি
বাস্তবতা রূপকথা নয়

কিসের দম্ভ প্রতিক্ষণে
পরে ভয়ঙ্কর আছড়ে?
এ ঝড়ের মাঝে বাঁচতে হবে
তোমার ধরো নীতি আঁকড়ে
ভুলে যেওনা এক আছে খোদা
যে খেলছে তোমায় নিয়ে
নিজের মূল্য তাই বোঝার চেষ্টা করে
লাভ কি বলো তাতে

মানুষ তুমি সৃষ্টি সেরা নাকি?
এ অহংকারের বোঝা ওঠাতে পারো কি?
এতো রঙ মিলিয়ে ভাসাও জীবনছবি
বাস্তবতা রূপকথা নয়
বাস্তবতা রূপকথা নয়
বাস্তবতা রূপকথা নয়

অতৃপ্ত শহীদের আত্মা, অস্পৃশ্য মরীচিকা সত্ত্বা
অর্থের কেনা কৃত্রিম স্বর্গ, রক্তপাত সীমাহীন অর্ঘ্য
পরিধি ব্যপারটা প্রতীকি বিষাক্ত প্রকৃতি
ঘৃণার জালে ঢাকা আমার পৃথিবী
ব্যাপারটা প্রতীকী, যান্ত্রিক আবেগী
লোভে অন্ধ বন্দী এক কয়েদি

আর এভাবে পড়ে মার খাওয়া নয়
অব্যক্ত ঘৃণায় জন্মানো কোন ভয়
ক্রোধে উন্মত্ত ছাড়ো নিঃশ্বাস
শোষকের চাবুক কে করো উপহাস, হে

মানুষ তুমি কেন মেতেছো এই নিয়ম ভাঙ্গার ছলে
এসব কিছুর মূল্য তোমায় দিয়ে যেতে হবে

সৃষ্টি সেরা তুমি অহংকারী ভারি
এ মোহের সাথে তোমার অবধারিত আড়ি
অবিরাম মরীচিকা ভাবনা গুলো
তোমার বাস্তবতা রুপকথা নয়



Credits
Writer(s): Aftermath
Lyrics powered by www.musixmatch.com

Link