Odhikar

শেকল বন্দী বাঘের মত তুমি ভুলে গেছো তোমার হুংকার?
খাঁচায় রুদ্ধ পাখির মত হারিয়েছ কি শক্তি ডানা মেলাবার?
নোংরা পশুর লোভী চাহনী দেখে নেই ভয় পাবার দরকার
শরীরের শেষ রক্ত ফোটা দিয়ে ছিনিয়ে নাও তোমার অধিকার
অধিকার

অন্ধকারে বন্ধ হয়ে আসা নিষেধের তালা হ্যাঁচকা টানে ফেলো ভেঙ্গে
ঘৃণা ছুড়ে মারো তাদের মুখে যারা শ্রদ্ধা দেয়নি তোমায়
জীবন যুদ্ধে পিছিয়ে আছে যারা সময় হলো তাদের উল্লাসে ফেটে পরার
দেয়ালের গায়ে ঠেকে আছে পিঠটা তবু সংগ্রাম করে ছিনিয়ে নাও অধিকার

নিশ্চুপ হয়ে অন্যের পুতুল সেজে কাটাবে কি চিরকাল?
হিংসার তাপে জ্বলছে আজ মানবতা নেই কারো সাধ্য এ শিখা নেভাবার
মরে গেলে শুধু ধুলোয় মিশে যাবে বলে জন্ম হয়নি তোমার
বজ্রের মত গর্জে ওঠো তুমি, সময় এসেছে
ঘুরে দাড়াবার

অন্ধকারের বন্ধ হয়ে আসা নিষেধের তালা হ্যাঁচকা টানে ফেলো ভেঙ্গে
ঘৃণা ছুড়ে মারো তাদের মুখে যারা শ্রদ্ধা দেয়নি তোমায়
জীবন যুদ্ধে পিছিয়ে আছে যারা সময় হলো তাদের উল্লাসে ফেটে পরার
দেয়ালের গায়ে ঠেকে আছে পিঠটা তবু সংগ্রাম করে ছিনিয়ে নাও অধিকার

প্রতিক্ষায় সাজানো কোন অবসাদ ভোরে
হারিয়ে গেছে কেন তোমার অস্তিত্ব?
কত স্মৃতি কত হাসি মাখা সময় গুলো
দীর্ঘশ্বাস জমিয়ে রাখে ওই ছবির ফ্রেমে

জানি কে তোমরা, জানি কার হাত কত নোংরা
জানি কে কেড়ে নিচ্ছে তোমার চোখের ওই অদম্য আলো
জানি কার হাতে কত রক্ত, জানি কার মুখে জমেছে কত মিথ্যে
তবু থাকবে কি বলো চুপ করে?

অন্ধকারের বন্ধ হয়ে আসা নিষেধের তালা হ্যাঁচকা টানে ফেলো ভেঙ্গে
ঘৃণা ছুড়ে মারো তাদের মুখে যারা শ্রদ্ধা দেয়নি তোমায়
জীবন যুদ্ধে পিছিয়ে আছে যারা সময় হলো তাদের উল্লাসে ফেটে পরার
দেয়ালের গায়ে ঠেকে আছে পিঠটা তবু সংগ্রাম করে ছিনিয়ে নাও অধিকার



Credits
Writer(s): Aftermath
Lyrics powered by www.musixmatch.com

Link