Matir Roud (Bonus Track)

বিধাতার স্পর্শে জাগা নতুন দিনেরই খোঁজে
আজ মিশে যাই অহংকারের আঁধারে
জাগে অসহায় একাকী
নীল শীতের কামড়ে

জাগে নদী
নিকষ কালো ছবি
অবাক পৃথিবী
মিছে যেন সবি
সময়ের চাকা
মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা
অসীম বিস্ময় মাখা

ভেজানো দরজার শীতল ছায়ারই পাশে
কে যেন নিটোল পায়ে দাড়িয়ে
এ কেমন অস্থিরতারই ধ্বনি
নিয়ে আমরা

বেঁচে থাকি ক্রোধে
নিয়তির কাঁধে
অসীমের মাঝে
হারানো কোন সাঁজে
সময়ের চাকা
মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা
অসীম বিস্ময়

চেনা সুখ হারিয়ে যায়
যত দুঃখ খোঁজে আমায়
ঝরনার স্রোতেরই পর
কেন ওঠে কালো ঝড়

গোধূলীর আলোয় হেঁটে চলি
আমি স্বপ্ন ফেরী করি
তোমার ঐ নিঃসঙ্গ ঘাটে
ভিড়েছে আমার স্বপ্নতরী
গোধূলীর আলোয় হেঁটে চলি
আমি স্বপ্ন ফেরী করি
তোমার ঐ নিঃসঙ্গ ঘাটে, আবার

জেগে ওঠে নদী
নিকষ কালো ছবি
অবাক পৃথিবী
মিছে যেন সবি
সময়ের চাকা
মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা
অসীম বিস্ময়

জেগে ওঠে নদী
নিকষ কালো ছবি
অবাক পৃথিবী
মিছে যেন সবি
সময়ের চাকা
মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা
অসীম বিস্ময়



Credits
Writer(s): Aftermath
Lyrics powered by www.musixmatch.com

Link