Jagao Pothike

জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন
জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন
বেলা যায়, বহু দূরে পান্থ নিকেতন রে
পান্থ নিকেতন
বেলা যায়, বহু দূরে পান্থ নিকেতন

জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন
জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন

থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো
থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো
নতুবা করিবে কোথা যামিনী যাপন রে
যামিনী যাপন

জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন
জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন

কঠিন বন্ধুর পথ, বিভীষিকা শত শত
কঠিন বন্ধুর পথ, বিভীষিকা শত
তবু দিবাভাগে নিদ্রাগত একি আচরণ রে
একি আচরণ

জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন
জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন
বেলা যায়, বহু দূরে পান্থ নিকেতন রে
পান্থ নিকেতন
বেলা যায়, বহু দূরে পান্থ নিকেতন

জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন
জাগাও পথিকে, জাগাও পথিকে
জাগাও পথিকে, জাগাও পথিকে
জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন
জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন
জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link